We use cookies - they help us provide you with a better online experience.
By using our website you accept that we may store and access cookies on your device.

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh premier league in this season)

শেষ হয়ে যাচ্ছে আরেকটি হ্যাট্রিক বর্ষ। এই বার লক্ষ্য করলাম ওলোট-পালোট ম্যাচ এর সংখ্যা তুলোনামুলক ভাবে বেশি। যদিও ব্যক্তিগতভাবে আমাকে বিশেষ কোন দুর্ভোগ পোহাতে হয়নি, কিন্তু কিছু কিছু দলকে ভালই মাসুল গুনতে হয়েছে।

প্রথমেই আসে বেঙ্গলি হান্টারের দ্বিতীয় রাউন্ডের ০-৯ এর বিশাল হোম ডিফিট (476627643)। প্রতিযোগিতামুলক ম্যাচে ১৬ হ্যাট্রিক বর্ষে এর আগে কেবল আর একবার এত বড় ব্যবধানে হেরেছিল বেঙ্গালি হান্টার। তাও সেটা তাদের দলের ইতিহাসের কেবল দ্বিতীয় ম্যাচ এ। ম্যাচের এই ফলাফল শুধু রেকর্ড বইয়ের আরেকটি পাতা নয়, মতান্তরে লিগ শিরোপাও অনেকটাই হাতছাড়া হয়ে যায় এই ম্যাচের পরেই। এমনকি লিগের দ্বিতীয় স্থানও টানাটানির ভিতর পরে আছে লিগের শেষ ম্যাচ পর্যন্ত। দ্বিতীয় রাউন্ডে প্যারিস ফুটবল আর এপিস্কাইরস হাড্ডাহাড্ডি লড়াই এর ম্যাচ এ ০-৪ গোলে জয় পায় এপিস্কাইরস (476627645)। লিগের সবচেয়ে দুর্ভাগা দল প্যারিস ফুটবল টিমের আক্রমনের দুর্বলতা প্রকাশ পেতে থাকে এই রাউন্ড থেকেই।

চতুর্থ রাউন্ডে আবার টিম ডি বাপ খেলার গতির বিপরীতে ১-৩ গোলের জয় নিয়ে ঘরে ফিরে প্যারিস ফুটবল টিমের মাঠ থেকে(476627653)। পঞ্চম রাউন্ডে এসে টিম ডি বাপ আবারো ম্যাচ জিতে এপিস্কাইরসের বিপরীতে। এইবার ৬-৪ গোলে(476627655)]। আর প্যারিস ফুটবল টিম পায় তাদের প্রথম জয়, হরপাস্তুম এর বিপক্ষে(476627657)। ভাগ্যদেবী এবার চোখ ফিরেয়ে নিয়েছিল হরপাস্তুমের দিক থেকে। অনায়াসেই বলা যায় হরপাস্তুম এবার দ্বিতীয় দুর্ভাগা দল। ষষ্ঠ রাউন্ডে এপিস্কাইরস সবাইকে চমকে দিয়ে ৪-০ এর ব্যবধানে হারিয়ে দেয় আমার দল জাগুয়ারসকে(476627658)। কাপ ফাইনালের আগে এভাবে লিগ ম্যাচে তাদের সবটুকু ঢেলে দিবে তা কখোনই আশা করিনি।

সপ্তম রাউন্ডে টিম ডি বাপ আবার জয় পায় আর সি লিজিয়নের বিরদ্ধে। এইবার ৪-২ ব্যবধানে(476627664)। এই ম্যাচ এ জয়টা পেতে পারত যে কেউই। অষ্টম রাউন্ডে বেঙ্গালি হান্টার ড্র করে বসে এপিস্কাইরসের বিপরীতে (476627668)। হরপাস্তুমের বিপক্ষে তাদের মাঠে জয় নিয়েই ঘরে ফিরতে পারি। কিন্তু এই ম্যাচটায় আশংকা করেছিলাম হয়ত অযাচিত পরাজয়ের স্বাদ নিতে হবে। এপিস্কাইরসের পর হরপাস্তুমের ম্যাচের আগে তাই ছিলাম অতিরিক্ত সতর্ক।

এর পরের রাউন্ডে আর সি লিজিয়নকে একহাত দেখে নেয় হরপাস্তুম। ৪-২ এর জয় নিয়ে মাঠ ছাড়ে হরপাস্তুম (476627671), যদিও ম্যাচ এর হিসাবটা খুব সহজেই অন্য রকম হতে পারত। দশম রাউন্ডে শুরু হয় টিম ডি বাপের অসাধারণ ভাগ্যের শুরু। সব হিসাবকে পিছে ফেলে ৩-৩ গোলে আটকে দেয় তারা এপিস্কাইরসকে (476627677)। আর অন্যদিকে আর সি লিজিয়ন এর বিপক্ষে ১-১ গোলের ম্যাচ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আমাদের (476627676)

এগারতম রাউন্ডে এসে টিম ডি বাপ এইবার দেখে মুদ্রার বিপরীত পিঠ। প্যারিস ফুটবল টিম এর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা (476627678)। আর ভাগ্যের খেলায় বেঙ্গালি হান্টার জয় তুলে নেয় হরপাস্তুমের বিপরীতে ২-৩ গোলের ব্যবধানে (476627681)। পরের রাউন্ডে হরপাস্তুম আবার খেলার বিপরীতে পরাজিত হয় এপিস্কাইরসের সাথে (476627684)। কিন্তু এরচেয়েও বড় খবর টিম ডি বাপ এর ৫-৬ জয় বেঙ্গালি হান্টারের বিপরীতে (476627683)

তেরতম রাউন্ডে আর সি লিজিয়ন এবার পায় ভাগ্যদেবীর সহায়তা। আর জয় ছিনিয়ে নেয় বেঙ্গালি হান্টারের বিপক্ষে (476627688)। আর টিম ডি বাপ আবারও প্রায় অবিশ্বাস্য ৫-৫ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে জাগুয়ারস এর মাঠ থেকে (476627689)

খেলা হওয়া ৫২ টি ম্যাচের ভিতর ১৭ টি ম্যাচ নিয়ে লেখলাম। প্রায় প্রতি রাউন্ডেই ছিল উদ্ভট ম্যাচ। আশা করি শেষ রাউন্ডেও অপেক্ষা করছে আরও চমক।

(এইখানে যেই ম্যাচ গুলোর কথা লিখলাম তা নিতান্তই আমার নিজের কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে। কিছু ম্যাচ কারও কারও কাছে প্রত্যাশিত আর কিছু ম্যাচ হয়ত আছে যেগুলো আমার কাছে অপ্রত্যাশিত মনে হয়নি। সেগুলো নিয়ে আশা করি প্রিমিয়াম লিগের ফোরামে আলোচনা করা যাবে।)

2014-07-16 10:00:13, 1836 views

Link directly to this article (HT-ML, for the forum): [ArticleID=18110]

 
Server 070